অদ্য ইং ২৭/০৯/২২খ্রিঃ রোজ মঙ্গলবার পুলিশ লাইন্স মাঠে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২২খ্রিঃ এর কনস্টেবল হতে নায়েক এবং কনস্টেবল হতে এটিএসআই পদে পরীক্ষার্থীদের ক্যাম্প প্রশিক্ষণ মূল্যায়ন সম্পন্ন হয়।
এ সময় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন বোর্ডের সভাপতি ছিলেন মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৫, ময়মনসিংহ মহোদয়, বোর্ডের অন্যান্য সদস্য হিসেবে মোঃ দেলোয়ার হোসেন অতিরিক্ত পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০২, গাজীপুর, জনাব আবু জাফর মোহাম্মদ ছালেহ , সহকারী পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০১, ঢাকা। মোঃ লুৎফর রহমান সরকার, আর আই, পুলিশ লাইন্স মূল্যায়ন পরীক্ষার পরিক্ষকের দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, ১৫ দিন মেয়াদী ক্যাম্প প্রশিক্ষণে গত ১২ই সেপ্টেম্বর থেকে ২৬শে সেপ্টেম্বর-২০২২খ্রিঃ পর্যন্ত প্রশিক্ষণার্থীগণ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।