ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ ইউনিটে অক্টোবর।২০২২ খ্রিঃ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত। মোঃ মিজানুর রহমান পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ মহোদয়ের সভাপতিত্বে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে মাসিক কল্যাণ সভা অক্টোবর।২০২২ খ্রিঃ মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিটের সকল পুলিশ সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত সেপ্টেম্বর।২২খ্রিঃ মাসে আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয় এবং পুলিশ সুপার মহোদয় জোন ও সাবজোনের পুলিশ পরিদর্শকগণ ও অন্যান্য পুলিশ সদস্যদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং সমস্যা সমাধানে গঠনমূলক আলোচনার পাশাপাশি প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে ইউনিটের সকল পুলিশ সদস্যের সরকারি মালামাল ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার নির্দেশ প্রদান করেন। সকল পর্যায়ের পুলিশ সদস্যদের মাদকের বিষয়ে সচেতন থাকতে নির্দেশ প্রদান করেন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন। পুলিশ সদস্যদের অভ্যন্তরীণ ডিসিপ্লিন বজায় রাখার পাশাপাশি দায়িত্বাধীন শিল্প এলাকার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বরত পুলিশ অফিসার ও সদস্যদের পেশাদারিত্ব ও সুনামের সহিত কর্তব্য পালনের বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন৷ আগামী ২৯/১০/২০২২খ্রিঃ তারিখ বাংলাদেশ পুলিশের কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সকল পর্যায়ের পুলিশ সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেন।
উক্ত মাসিক কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার জোন ও সাবজোনের পুলিশ পরিদর্শকগণসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।