মোঃ শাহ সৈয়দ খাঁন ময়মনসিংহ জেলা ব্যুরো প্রধানঃ
অদ্য ইং ০৩/১০/২০২২খ্রিঃ তারিখ বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এর নির্দেশনা মোতাবেক ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ ইউনিট কর্তৃক আয়োজিত পুলিশ সদস্যদের পদমর্যাদা ভিত্তিক ০১(এক) সপ্তাহ মেয়াদী দক্ষতা উন্নয়ন কোর্স” এর সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ মহোদয়।
উল্লেখ্য যে, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ মোতাবেক প্রশিক্ষকগণ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থীদের পিটি, প্যারেড, অস্ত্র প্রশিক্ষণ, আইন ও বিধিসহ বিবিধ বিষয়ে পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হয়।
পুলিশ সুপার মহোদয় মূল্যায়ণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। অতঃপর সকল প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন।
উক্ত সমাপনী অনুষ্ঠানে সহকারি পুলিশ সুপার কাজী সাইদুর রহমান, ইনচার্জ- (সাব-জোন-১), পুলিশ পরিদর্শকগণসহ, প্রশিক্ষকগণ ও প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীবৃন্দ ও ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।