মোঃ শাহ সৈয়দ খাঁন ময়মনসিংহ জেলা ব্যুরো প্রধানঃ
অদ্য ইং ০৭/১১/২০২২ খ্রিঃ তারিখ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ ইউনিটের পুলিশ লাইন্স ভরাডোবা প্যারেড গ্রাউন্ডে নভেম্বর/২০২২খ্রিঃ মাসের কিট প্যারেড অনুষ্ঠিত হয়। কিট প্যারেড অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ মহোদয়।
কিট প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সুপার মহোদয় ইউনিটের পুলিশ সদস্যদের নামে ইস্যুকৃত কিটসমূহ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কিট রেজিস্টারের সাথে মিলিয়ে যাচাই করেন। এ সময় তিনি অত্র ইউনিটের সকল পদবীর পুলিশ সদস্যদেরকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রোল অনুসরণ পূর্বক উত্তম পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবন যাপনসহ সততা ও দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন।
এসময় ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ পুলিশ পরিদর্শকগণ, আর আই পুলিশ লাইন্সসহ অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।
অতঃপর পুলিশ সুপার মহোদয় ইউনিটের ম্যাগাজিন গার্ড, অস্ত্রাগার, রেশন স্টোর, এম আই, ক্লোথিং স্টোরসহ বিভিন্ন সেরেস্তা পরিদর্শন করেন।