ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ জোনের আয়োজনে অদ্য রবিবার (ইং ২১শে আগষ্ট/২০২২ খ্রিঃ) ভরাডোবা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন , মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ মহোদয়।
পুলিশ সুপার মহোদয় প্যারেড পরিদর্শনকালে তার বক্তব্যে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন বর্তমান বিশ্বে অর্থনীতির মন্দা সময় অতিবাহিত করছে, এর প্রভাবে বাংলাদেশের বাজারে বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি পাচ্ছে। পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সকলকে সাশ্রয়ী হওয়ার নির্দেশ প্রদান করেন। দ্রব্য মূল্যের বৃদ্ধিকে কেন্দ্র করে কুচক্রী মহল যাহাতে শিল্পকারখানার শ্রমিকদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে সে দিকে বিশেষ নজরদারি করতে নির্দেশনা প্রদান করেন। সরকারি বিশেষ নির্দেশনাসমুহ তুলে ধরেন ও প্রতিপালনে নির্দেশ প্রদান করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম (যেমন- ফেসবুক, টুইটার,টিকটক) ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে বলেন। ইউনিফর্ম পরিহিত অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃত পোষ্ট করতে নিষেধ করেন। এছাড়া শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণ তথা শিল্পাঞ্চল এলাকার মালিক-শ্রমিকদের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সকলকে নিজ নিজ ডিউটি সুচারুভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে নির্দেশ প্রদান করেন।
পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় অত্র ইউনিটের যানবাহন শাখা পরিদর্শন করেন। যানবাহনগুলোর যথাযথ ব্যবহারসহ রক্ষণাবেক্ষণে গুরুত্ব আরোপ করতে নির্দেশ প্রদান করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার ,মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী পুলিশ সুপার , কাজী সাইদুর রহমান, পুলিশ পরিদর্শকগণ ও ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।