লালমনিরহাট প্রতিনিধিঃ
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুস্থতা কামনায় হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের মিলনবাজার এলাকায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার মিলনবাজার এলাকায় লালমনিরহাট জেলা বিএনপি কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আইনজীবী মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জ্বলের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি নেতাকর্মীসহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জ্বল বলেন, বাংলাদেশের মানুষের আস্থার একমাত্র ঠিকানা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশের বর্তমান এই কঠিন মুহূর্তে দেশনেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে অবদান রেখেছিলেন ঠিক সেভাবে দেশ ও গণতন্ত্রের মুক্তির জন্য বেগম খালেদা জিয়া তার জীবন উৎসর্গ করছেন। আজ তিনি অসুস্থ, তাই আসুন আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি।