বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৬ পূর্বাহ্ন

ইলিজারভ সার্জারিতে সফল ডা. আবু জাকের হোসেন সরকার

মাসুদ রানা লেমন
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ১৭৬ বার পঠিত

হাড় ভাঙ্গার অত্যাধুনিক অপারেশন এখন দিনাজপুরে। ইলিজারভ সার্জারির মাধ্যমে পুরাতন, জটিল ভাঙা ও বাঁকাভাবে জোড়া লাগা অথবা জোড়া না লাগা হাড়ের অপারেশন মঙ্গলবার (২৬ জুলাই) সফলভাবে সম্পন্ন করেছেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স কনসালট্যান্ট ডা. মো. আবু জাকের হোসেন সরকার।

এই পদ্ধতি চূর্ণ-বিচূর্ণ হওয়া হাড়গুলোকে একত্রিত করে জোড়া লাগতে সহায়তা করে। এতে শরীরের হাড় ও মাংসপেশীর প্রাকৃতিক ক্ষমতা ব্যবহার করা হয়। অপারেশনের পরদিন থেকেই রোগী সম্পূর্ণ ভর দিয়ে হাঁটতে পারেন।

রোগী আনসারুল ইসলাম জানান, গত (২০ জুন) সোমবার দুর্ঘটনায় তার পা ভেঙে যায়। দিনাজপুরে ফুলবাড়ীতে চিকিৎসা চলছিল। কিন্তু কোনো উন্নতি না হওয়ায় ডা. আবু জাকের হোসেন সরকারের কাছে ইলিজারভ পদ্ধতিতে চিকিৎসা নিয়ে হাঁটা ও চলাফেরা করতে পারছেন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সরেজমিনে গিয়ে রোগীকে হাঁটা—চলা করতে দেখা যায়। এই রোগী হলেন, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আনসারুল ইসলাম (৪৫)।

ডা. আবু জাকের হোসেন সরকার জানান, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আমি নিজে এ ধরনের অপারেশন সফলভাবে সম্পন্ন করেছি। এখন সেই রোগীরা সুস্থ আছেন। ইতোমধ্যে অধিক রোগীর এ অপারেশন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, ৪৫ দিনের পুরানো বাঁকা ভাবে লাগা হাড়ের সার্জারি কোনোরকম কাটা-ছেঁড়া ছাড়াই সম্পন্ন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991