স্টাফ রিপোর্টারঃ ইসলামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখা, অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২১ সেপ্টেম্বর ২০২২ বুধবার, সকাল ১১টার দিকে ইসলামপুর উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো :তানভীর রুমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জামাল আব্দুন নাসের বাবুল
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান মাজেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোক্তার হোসেন, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মোরাদুজ্জামান মোরাদ। এছাড়াও উপজেলা মডেল মসজিদের ইমাম, উপজেলায় কর্মরত আলেম ওলামাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সমাজে বসবাসরত সকল নাগরিকদের মাঝে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি বন্ধনকে সুদৃঢ় করার লক্ষ্যেই উক্ত সামাজিক সম্প্রীতি সমাবেশ আলোচনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।