কে এম নাছির উদ্দীন সিনিয়র ক্রাইম রিপোর্টার:
ঈদকে সামনে রেখে মহাসড়কে থ্রি হুইলার ও হিউম্যান চালিত পরিবহন চলতে দেওয়া হবে না বলে নির্দেশনা দিয়েছেন পুলিশের রাজশাহী বিভাগীয় ডিআইজি আব্দুল বাতেন।
রোববার (২৫ জুন) সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে ঈদ যাত্রায় মহাসড়কের পরিস্থিতি পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, ঈদকে সামনে রেখে মহাসড়কে থ্রি হুইলার ও হিউম্যান চালিত পরিবহন চলতে দেওয়া হবে না। এতে বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর উত্তরবঙ্গের যাত্রীরা স্বস্তিতে যেতে পারবে। মহাসড়কে বেশিরভাগ স্থানে চারলেন হয়ে গেছে। বেশ কিছু আন্ডার পাস ওভার পাস খুলে দেওয়া হয়েছে। ফলে পরিবহন নির্বিঘ্নে চলাচল করবে। মহাসড়কে যানজট নিরসনে এক হাজারের বেশি জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এসময় সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডলসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।