রাসেল ঈশ্বরদী প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের সংক্রমণ দ্বিতীয় ধাপে বেড়ে যাওয়ায় সামাজিক দূরুত্ব বজায় রাখতে এবং অপ্রয়োজনে ঘর থেকে বের না হতে সাধারণ মানুষকে অনুরোধ জানাচ্ছেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পি.এম.ইমরুল কায়েস। তাকে সহায়তা করেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।
- সোমবার (৫ এপ্রিল) দুপুরে শহরের বিভিন্ন বাজার, আঞ্চলিক সড়কগুলোতে এবং দাশুড়িয়া বাজারে জনসচেতনতা সৃষ্টির লক্ষে এ অভিযান পরিচালনা করেন ৷
পি.এম.ইমরুল কায়েস জানান, সরকারী নির্দেশনা বাস্তবায়নে জারীকৃত নির্দেশনা মেনে নিত্যপ্রয়োজনীয় মুদি দোকান, কাঁচা বাজার, সার/কীটনাশকের দোকান, মোবাইল ফ্লেক্সি/রকেট/বিকাশ/নগদ/শিওর ক্যাশ; খাবার দোকান বিকাল চারটা পর্যন্ত খোলা রাখা যাবে।
অভিযানের সময় হ্যান্ড মাইকে করোনা ভাইরাস বিষয়ে জনগণকে সর্তক করা হয়। এছাড়া নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে ও কেনাকাটায় নির্দিষ্ট সামাজিক দূরত্ব নিশ্চিতে বিভিন্ন বাজার পর্যবেক্ষণ করেন ৷
এ জাতীয় আরো খবর..
Leave a Reply