
মোঃ জাফর আলমউখিয়া প্রতিনিধি :
উখিয়া উপজেলা বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচিকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট বিএনপি নেতা ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী। তিনি বলেন, “বিএনপি গণমানুষের দল। মানুষের অধিকার রক্ষার সংগ্রামে নতুন সদস্যের সংযুক্তি আমাদের শক্তিকে আরও সুসংহত করবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও দৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য সংগ্রহ টিমের সদস্য সেলিনা সুলতানা নিশিতা। তিনি বলেন, “সদস্য সংগ্রহ কর্মসূচি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়—এটি ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামকে সুদৃঢ় করার প্রস্তুতি। তরুণ ও নারী সদস্যদের ক্রমবর্ধমান অংশগ্রহণই বিএনপির প্রকৃত শক্তির প্রতিচ্ছবি।”
সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী। তিনি বলেন, “সংগঠন পুনর্গঠনের এ সময়ে নতুন সদস্য সংগ্রহ ও পুরোনো সদস্যদের নবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উখিয়া বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে সক্রিয় ভূমিকা রাখবে।”বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ জাফর আলম, সদস্য সচিব উখিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল।
সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী বলেন, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূল বিএনপিকে সুসংগঠিত করতে এই কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রতিটি ওয়ার্ডে সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”
দিনব্যাপী এই কর্মসূচিতে উখিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতা-কর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। নতুন সদস্য হওয়া এবং পুরোনো সদস্যপদ নবায়ন করতে আসা নেতাকর্মীদের ভিড়ে অনুষ্ঠানস্থল ছিল উৎসবমুখর।
আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়। নেতৃবৃন্দ ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।
উখিয়া উপজেলা বিএনপির নেতারা আশা প্রকাশ করেন—এই কর্মসূচির মাধ্যমে তৃণমূল সংগঠন আরও সুসংগঠিত, দৃঢ় এবং পুনর্জাগরিত হবে।