প্রধান নির্বাচন কমিশনারঃ শেরপুর সরকারি ডিগ্রি কলেজ এর অধ্যক্ষঃ মোঃ আল মাহমুদ কমল, সহকারী কমিশনারঃ সাংবাদিকঃ মোঃ জিয়া উদ্দিন লিটন, ও আবু নাসের মোঃ ইশতিয়াক জিমির মাধ্যমে, আজ দুপুর ২টা-থেকে শুরু করে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহন চলে। পরে ভোট গননা শেষে চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এতে মোঃ তাজুল ইসলাম, সভাপতিঃ পদে ২১ ভোট/ মোঃ রবিন সরকার সাধারণ সম্পাদকঃ পদে ১৮ ভোট, মোঃ শাহাদত হোসেন সহ-সভাপতিঃ পদে ২৩ ভোট/ মোঃ মশিউর রহমান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদকঃ পদে ২২ ভোট/ মোঃ সেলিম রেজা সাংগঠনিক সম্পাদকঃ পদে ২০ ভোট/ মোঃ নাজমুল হাসান লাম, অর্থবিষয়ক সম্পাদকঃ পদে ২৪ ভোট/ মোঃ মোনারুল ইসলাম সাঈদ, দপ্তর ও প্রচার সম্পাদকঃ পদে ১৮ ভোট/ মোঃ মিলন ইসলাম কার্য নির্বাহী সদস্য পদে ১৬ ভোট/ ও শ্রী সনাতন সরকার, কার্য নির্বাহী সদস্যঃ পদে ২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।