মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১০:০১ অপরাহ্ন

উত্তরা টাউন কলেজ গভর্ণিং বডির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন প্রফেসর ড. মো. রাফিউদ্দীন আহমেদ

মোঃ শাকিল খান
  • আপডেট টাইম : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৪৩ বার পঠিত

আজ ৫ অক্টোবর ২০২৪, উত্তরা টাউন কলেজে নবগঠিত গভর্ণিং বডির পরিচিতি সভা অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মনোনয়নে গভর্ণিং বডির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রখ্যাত অধ্যাপক প্রফেসর ড. মো. রাফিউদ্দীন আহমেদ।

 

উক্ত সভায় কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মো. নূরুল আলম ভূইয়া ফুলের তোড়া দিয়ে নতুন চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান। এ সময় কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরিচিতি সভায় গভর্ণিং বডির সদস্যদের পাশাপাশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রফেসর ড. রাফিউদ্দীন আহমেদ বলেন, তিনি তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল, দক্ষ, এবং মানসিকভাবে শক্তিশালী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করবেন। বিশেষ করে তিনি Gen Z এবং Gen Alpha প্রজন্মের জন্য আধুনিক শিক্ষাব্যবস্থা ও উদ্ভাবনী চিন্তাভাবনার প্রসারে ভূমিকা রাখতে চান।

প্রফেসর ড. মো. রাফিউদ্দীন আহমেদ একজন অভিজ্ঞ এবং সৃজনশীল ব্যক্তিত্ব, যিনি তরুণ প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্জনে সহায়তা করে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে দৃঢ় প্রতিজ্ঞ। তরুণ শিক্ষার্থীদের আধুনিক চাহিদার সাথে খাপ খাওয়ানোর জন্য তিনি শিক্ষার গুণগত মান উন্নয়নের পাশাপাশি, তাদের প্রযুক্তিগত জ্ঞান এবং উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধিতে মনোযোগী হতে চান।

 

উত্তরা টাউন কলেজ পরিবারের পক্ষ থেকে এমন একজন গুণী ও অভিজ্ঞ ব্যক্তিকে গভর্ণিং বডির চেয়ারম্যান হিসেবে পেয়ে সবাই অত্যন্ত গর্বিত ও আশাবাদী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991