এম এ আশরাফ, স্টাফ রিপোর্টারঃ
ভোলার দৌলতখান উপজেলার থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেনের সাথে ১০ই সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় থানা ভবনের অফিসার ইনচার্জের রুমে বাংলাদেশ উপকূল প্রেসক্লাবের কেন্দ্রীয় ও দৌলতখান উপজেলা শাখা সাংবাদিকদের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মত বিনিময়ে পরিচিত শুভেচ্ছা বিনিময় সহ দৌলতখানের তথ্য উপাত্ত সার্বিক বিষয়ে খোলা মেলা মত বিনিময় করা হয়।
দৌলতখান ভোলা জেলার ঐতিহ্যবাহী আদিভূমি ভদ্রলোকের বাসস্থান শান্তি প্রিয় অতিথিপরায়ণ মানুষের বাসস্থান বলে নবাগত ওসি শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি দৌলতখানের এক লক্ষ সত্তর হাজার মানুষের সেবক হিসেবে নাগরিকের কাছে তার সব ধরনের আইনী সহযোগিতা পৌঁছে দিতে বদ্ধ পরিকর। তাছাড়াও দালাল মুক্ত থানা গড়তে চান নবাগত অফিসার ইনচার্জ দৌলতখান। তিনি আরো বলেন জিডি,পুলিশ ভেরিফিকেশন এবং অভিযোগ করতেও টাকা লাগবে না। সকল নাগরিককে যে কোন সমস্যা তার কাছে এসে সেবা নিতে সাংবাদিকদের মাধ্যমে তার বার্তা পৌঁছে দিতে আহবান জানান।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন উপকূল প্রেসক্লাবের উপদেষ্টা এম এ মান্নান, সভাপতি মোতালেব হোসেন সবুজ, সিনিয়র সহ-সভাপতি মাকসুদুর রহমান বাহার, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ফরাজী, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, নির্বাহী সদস্য এম এ আশরাফ ও সাংগঠনিক সম্পাদক নিয়াজ মাহমুদ জয়। এসময় উপস্থিত ছিলেন পুলিশ অফিসার এস আই ইসমাইল, সহ-সভাপতি নিরব ফরাজী, যুগ্ন সাধারণ সম্পাদক মহসিন রাসেল, সহ সাধারণ সম্পাদক মোঃ আজগর ফরাজী, অর্থ সম্পাদক শাহিন সোহাগ, দপ্তর সম্পাদক মোঃ ইসমাঈল হোসেন, প্রচার সম্পাদক মোঃ রিয়াজ মাহমুদ, ধর্ম ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আহাম্মদ সফি, দূর্যোগ ব্যবস্হাপনা বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, নির্বাহী সদস্যদ্বয় জামাল উদ্দিন, রিপন ও সদস্য কাজী হাবিব, জাফর প্রমুখ।