নেত্রকোনা জেলা বিশেষ প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৮শে জুলাই বিকেল ৪টার দিকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব উল আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার শীতেশ চন্দ্র পাল,উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দীন উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি প্রমূখ।
খেলা পরিচালনা করেন শাহ আলম, জহিরুল হক, সুব্রত পাল এবং খেলার ধারাবর্ণনায় ছিলেন এন ভাউরতলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আজিজুর রহমান খান রাসেল।
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এ ফাইনালে তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ২-০ গোলে আড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হয়। বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এ ফাইনালে হারিয়াউন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ২-১ গোলে শুকনাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হয়।
পুরস্কার বিতরনের পর সভাপতির সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চ্যাম্পিয়ন এবং রানার আপ দলদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং সকল কে ধন্যবাদ।
উল্লেখ্য, দুর্গাপুর উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে বালক দলে ১২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা দলে ১২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহণ করেছে।