শাহিনুল ইসলাম লিটন,
স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের উলিপুরে ১৯৭১ সালের ১৩ নভেম্বর পাকিস্তানী হানাদার ও তাদের এদেশীয় দোসর রাজাকার, আল-বদর ও আল-সাম্স বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের শিকার, ৬৯৭জনের স্মরণে প্রতিবারের ন্যায় এবারো হাতিয়া গন-হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রবিবার হাতিয়া গন-হত্যা দিবস উদযাপন কমিটির আয়োজনে সকাল ৮টায় জাতীয় পতাকা ও কালো পতাকা অর্ধনমিতকরণ, শহীদ স্মৃতিস্থম্ভে পুষ্পার্ঘ অর্পণ ও এক মিনিট নিরবতা পালন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উলিপুর থানা অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবিব রানা, হাতিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান বি এম আবুল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাবেক কমান্ডার এম ডি ফয়জার রহমান, বীর মুক্তিযোদ্ধা স্বপন সরকার ভগত, হাতিয়া গন-হত্যা দিবস উদযাপন কমিটির আহবায়ক ও হাতিয়া ইউপি’র প্যানেল চেয়ারম্যান রাজ্জাকুল ইসলাম প্রমূখ। এসময় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন উপস্থিত ছিলেন। শেষে দোয়া মাহফিল অনষ্ঠিত হয়।