গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ
২০২২। দিবসটির তাৎপর্য স্থানীয় জনসাধারণের কাছে তুলে ধরতে এসকেএস ফাউণ্ডেশন আজ ৫ জুন ইউনিয়ন পর্যায়ে দিবসটি উৎযাপন করে। Enhancing Resources and Increasing Capacities of Poor Households towards Elimination of their Poverty (ENRICH) প্রকল্পের আওতায় এসকেএস ফাউণ্ডেশন গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী, সাঘাটা ও কামালের পাড়া ইউনিয়নে এবং সদর উপজেলার বোয়ালী ইউনিয়নে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে র্যালি ও আলোচনাসভার আয়োজন করে।
পরিবেশ দিবস উপলক্ষ্যে গাইবান্ধার সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট প্রধান অতিথি হিসেবে র্যালিতে নেতৃত্ব দেন এবং আলোচনাসভায় অংশ নেন। পরে তিনি অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন। সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নে চেয়ারম্যান মো. ফারুক হোসেন মন্ডলের নেতৃত্বে স্থানীয় যুবক ও প্রবীনদের নিয়ে একটি র্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়। একইভাবে সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নে এবং সদর উপজেলার বোয়ালী ইউনিয়নে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উৎযাপন করা হয়। চারটি ইউনিয়নে র্যালি ও আলোচনাসভায় প্রায় ২৫০ জন কর্মসূচি অংশগ্রহণকারী ও স্থানীয় ব্যক্তিবর্গ অংশ নেন।