সিনিয়র রিপোর্টার সেলিম আহম্মেদ তপু : ‘সনমান্দী ইউনিয়নের গোপেরবাগ গ্রামের পূর্ব পাড়া হতে পশ্চিম পাড়ার যোগাযোগ রাস্তাটি কাজ করার এক মাসের মাথায় রাস্তার এই বেহাল অবস্থা ,,,
রাস্তাটির কাজের কন্ট্রাকটর হিসাবে দায়িত্ব পালন করেন সাংবাদিক পনির,
এলাকা বাসির অভিযোগ রাস্তার কাজ বরাদ্দকৃত অর্থের একাংশ দিয়ে সম্পুর্ণ করা হয়েছে এবং অর্থ রাস্তার কাজে না লাগিয়ে আত্মসাৎ করা হয়েছে বলে মনে করা হয়,
তাই তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী ।