মোরা শাসন মানিনা, বারণ-ও শুনিনা, করি তাল-বাহানা, করি নানা ছলনা, গানের এই লাইন টি তুমুল জনপ্রিয় ব্যান্ড তারকা নগর বাউল জেমস এর দুষ্টু ছেলের দল এলবামের। ব্যান্ড তারকা জেমস কে ভালোবেসে ২০১০ সাল থেকে পরিচালিত হচ্ছে ভক্তদের গ্রুপ **গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”** এক যুগ পূর্তি উপলক্ষে এই গ্রুপের পক্ষ থেকে এবার আয়োজন করা হচ্ছে আনপ্লাগড কনসার্ট। বিশেষ এই আয়োজনের বিষয়ে কথা হয় গ্রুপের অন্যতম একজন প্রতিষ্ঠাতা ওয়াসিম আহামেদ এর সাথে । তিনি বলেন,
অনেকের বিশেষ অনুরোধে ২০১০ সাল হতে পরিচালিত আমাদের সকলের প্রিয় গ্রুপ ***গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”*** এর ১২ বছর অর্থাৎ ১ যুগ পূর্তি উপলক্ষে আমাদের সকলের অতি পরিচিত কিছু গুরুভক্তদের নিয়ে পুরান ঢাকার চাঁনখারপুলে একটি আনপ্লাগড কনসার্টের পরিকল্পনা করেছি। পরিচিত অনেক ভাই-ব্রাদার আছে যারা গুরুর গান কভার করার ভালোই চেষ্টা করে। এই রকম কিছু প্রতিভাবান শিল্পীদের নিয়ে আমরা ২টি শো করার চেষ্টা করবো, প্রথমটা চেষ্টা করবো ঢাকায় অবস্থান করছেন তাদের নিয়ে যেমন, আদনান আসিফ, তানিম মাহমুদ, আশিক হোসাইন, সম্রাট গালিব শাই, সহ অন্যান্য, আর দ্বিতীয়টা হবে ঢাকার বাইরের দুষ্টুদের নিয়ে যেমন জেমস অনিক, মোহাম্মদ মামুন মিয়া, জেমস জানিব সহ কিছু দুষ্টুদের নিয়ে! সব কিছু ঠিক থাকলে প্রথম পর্ব ডিসেম্বরের ৮ তারিখ (বৃহস্পতিবার) করতে চাইছি, এই শো করার জন্য প্রয়োজন সাউন্ড সিস্টেম/লাইটিং + একটি বিশেষ স্থান + রাতের খাবার (মোরগ পোলাও)+ মিউজিসিয়ানদের সম্মানী এবং অন্যান্য খরচ বাবদ একটি এমাউন্ট। যেহেতু অনুষ্ঠানটি আমাদের নিজেদের, তাই যারা অংশগ্রহণ করতে চান তাদেরকে ৫০০ টাকা দিয়ে সহযোগিতা করতে হবে। আমরা সন্ধ্যা থেকে রাত ১০.৩০ পর্যন্ত আনন্দ করবো। তাই যারা আগ্রহী আছেন প্রথম পর্বের জন্য এখন থেকে ২৫ নভেম্বর পর্যন্ত কনফার্ম করতে পারেন। *(বিশেষ কারণে অনুষ্ঠানের ভেন্যু, তারিখ অথবা সময় পরিবর্তন হতে পারে)