মোঃ রেজাউল করিম খান বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে এক দিন আগে হারিয়ে যাওয়া ২ শিশুর মরদেহ যমুনা নদীর পাড়ে বালির মধ্যে জমে থাকা পানি থেকে উদ্ধার করেছে এনায়েত পুর থানা পুলিশ।
এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত দুই শিশুর নাম মোঃ আবু বক্কার (৪) পিতা মোঃ রুবেল হোসেন এবং মোঃ ইয়াসিন (৫) পিতা মোঃ ইয়ামিন। তাদের বাড়ি শাহজাদপুর থানার সাতবাড়িয়া গ্রামে। মোঃ আবু বক্কার এবং মোঃ ইয়াসিন দুজনে সম্পর্কে খালাতো ভাই।’
নিহত দুই শিশুর পারিবারিক সূত্র জানা যায়, গত শনিবার জালালপুর নিহত দুই শিশুর মায়ের মামার বাড়ি বেড়াতে গীয়ে বালুর স্তুপে দুই ভাই খেলা করা অবস্থায় নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় খোঁজ করেও পরিবারের লোকজন না পেয়ে এনায়েতপুর থানা পুলিশকে অবগত করেন।
রবিবার ( ১২ মে-২০২৪) ওই দুই শিশুর ভাসমান মরদেহ জালালপুর গ্রামে জমে থাকা পানিতে পরে থাকতে দেখে স্থানীয়রা এনায়েতপুর থানা পুলিশকে অবগত করলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহত শিশুর আবু বক্কারের চাচা মামুন জানায়, আমার ভাবীর মামার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হয় আমার ভাতিজা অনেক খোঁজাখুঁজি করেও পাইনি। শনিবার দুপুর ১২ টার দিকে জমে থাকা পানিতে মরদেহ পাই।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক বলেন, আমরা লাশ উদ্ধার করেছি তদন্ত হচ্ছে, তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।