দীর্ঘ মেয়াদি বিগত বন্যায় ও জলাবদ্ধতায় কষ্টে থাকা সিরাজগঞ্জের যমুনা নদীর দূর্গম চরাঞ্চল এবং নদীর পাড়ের দুঃস্থ ও অসহায় পরিবারদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
এতে এপেক্স বাংলাদেশ সারাদেশের ক্লাবগুলোর সহযোগিতায় ও এপেক্স ক্লাব সিরাজগঞ্জের ব্যবস্থাপনায় এপেক্স বাংলাদেশ কর্তৃক আয়োজনে – শুক্রবার (১৯ আগষ্ট) সকাল সাড়ে ১০ টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়নের যমুনা নদীর দূর্গম চরাঞ্চল ও নদী পাড় অঞ্চল পঞ্চসোনা চর, দুখিয়াবাড়ীচর, পূর্ব মোহনপুর চর, গাছাবাড়ী, সয়দবাদ নদীর পাড় অঞ্চলের দেড়শতাধিক দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন,।
এসময় এপেক্স বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট অধ্যক্ষ এপে. মাহমুদুল হক সাবু, ইমিডিয়েট পাস্ট ন্যাশনাল প্রেসিডেন্ট এপে. নিজাম উদ্দিন পিন্টু, ন্যাশনাল সার্ভিস ডিরেক্টর এপে.
সুজিত কুমার সাহা সুব্রত, ন্যাশনাল এ্যাকশান ডিরেক্ট (এনএডি) এপে. মেহেদী আহমেদ, জেলা গভর্নর-১ এপে. কবির আহমেদ, জেলা গভর্নর- ৭ এপে. সাহারুল ইসলাম টিটু,৷ জেলা গভর্নর – ৯ এপে. তাজুল ইসলাম, আইপিডিজি -২ এপে. মনিরুল ইসলাম, আইপি ন্যাশনাল সার্জেন্ট এপে. রেজাউল করিম, পূণর্ভবা ক্লাবে সি. ভা. প্রেসিডেন্ট এপে. মামুন, গোবিন্দগঞ্জ ক্লাবের এপে.তুহিন, পাবনা ক্লাবের সভাপতি এপে. তাহমিনা খান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও ফাউন্ডার প্রেসিডেন্ট এপে. হেলাল আহমেদ, আইপিপি ও ন্যাশনাল অফিসিয়াল এপে. রায়হান কবির মিঠু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে.ফরিদুল হক, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. ফুলাদ হায়দার খান. সেক্রেটারি এপে. আল আমিন তালুকদার, সার্ভিস ডিরেক্টর আব্দুস সালাম সহ সকল বোর্ড ও ফ্লোড় মেম্বার বৃন্দরা উপস্থিত থেকে ওইসব খাদ্য সহায়তা বিতরণ করেন ।