রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৪১ পূর্বাহ্ন
ঘোষনা
শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর প্রেসক্লাবে শ্রদ্ধা  বিআরটিএ’র ঢাকা বিভাগীয় পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ্ এর সাথে বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়ন ( Trub ) কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ আওয়ামী লীগ ফিরবে মন্তব্য করায় ইউএনও প্রত্যাহার সাতক্ষীরায় চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  ৫৯ বিজিবির অভিযানে শিয়ালমারা সীমান্তে ৩৯৪ বোতল ফেন্সিডিল আটক  এন এসআই নাজমুল কর্মকর্তা সাংবাদিককে ভয় ও হুমকি প্রদানের সংবাদ সম্মেলন একই সাথে তিন পদে ‘অবৈধ’ দায়িত্বে জাল সনদধারী শিক্ষক হাসিবুর বিশিষ্ট সাংবাদিক মরহুম মঞ্জুরুল হকের আদর্শকে ধারণ করে জনগণের পক্ষে সাংবাদিকতা করার আহ্বান চাঁপাইনবাবগঞ্জে ৫০ বোতল ফেন্সিডিলসহ একজন আটক 

এমারাল্ডে বিনিয়োগ করতে চায় জাপানিজ কোম্পানি কামেদা সেইকা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১৩৬ বার পঠিত

পলাশ তালুকদার – শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে জাপানিজ বৃহৎ শিল্প প্রতিষ্ঠান কামেদা সেইকা কোম্পানি লিমিটেডের প্রধান ড. লেক রাজ জুনেজা। পাশাপা‌শি তারা মি‌নোরী বাংলা‌দে‌শে বি‌নি‌য়োগ কর‌তে চান।

গত বৃহস্পতিবার সাত দিনের ব্যবসায়িক সফরে বাংলাদেশে আসেন প্রতিষ্ঠানটির প্রধান।বুধবার এক‌টি অনুষ্ঠা‌নে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন ড. লেক রাজ জুনেজা। এরআগে ব্যবসায়িক সফরের অংশ হিসেবে তিনি দ্বীপ জেলা ভোলায় যান। সেখানে বেসরকারি এনজিও গ্রামীণ উন্নয়ন সংস্থার সঙ্গে কৃষিতে যৌথভাবে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।এছাড়াও বাংলা‌দে‌শের খাদ‌্য বাজা‌রেও বি‌নি‌য়ো‌গে আগ্রহ দে‌খি‌য়ে‌ছে কোম্পা‌নি‌টি।

পরে তিনি এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ফু ওয়াং ফুডসের ফ্যাক্টরি পরিদর্শন করেন। অনুষ্ঠা‌নে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী, আমি বাংলাদেশে বার বার আসতে চাই।ফু-ওয়াং ফুডস ও এমারাল্ড অয়েলের ফ্যাক্টরি ঘুরে দেখেছি। প্রতিষ্ঠান দুটি আমার পছন্দ হয়েছে।

বাংলাদেশে চাল দিয়ে বিস্কুট তৈরির বিষয়টি আমার মাথায় আছে। আমি চাল নিয়েই কাজ করি। ইউরোপ, আমেরিকা, চীন, জাপান, ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনামের বাজারে চালের ব্যাবসা করেন জানিয়ে তিনি বলেন, বাংলাদেশেও আমি চাল নিয়ে কাজ করতে আগ্রহী।

এমারাল্ড অয়েল ও মিনোরী বাংলাদেশে লিমেটেডে বিনিয়োগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিষ্ঠান দুটি পরিদর্শন করে আমার ভালো লেগেছে। তারা ধান-চাল নিয়ে কাজ করে। এতে আমার বিনিয়োগের আগ্রহ আছে।এ সময় মিনরী বাংলাদেশ ও ফু-ওয়াং ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিয়া মামুন উপস্থিত ছিলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাপান থেকে অনেক বিনিয়োগকারী আমার সঙ্গে বাংলাদেশে এসেছেন। তারা অনেকেই বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন।

তবে তাদের মধ্যে কামেদা সেইকা অন্যতম। তারা ইউরোপ-আমেরিকাসহ এশিয়ার অনেক দেশে চালের বাজার নিয়ন্ত্রণ করে। তারা চালকে প্রক্রিয়াজাত করে প্রতি কেজি এক হাজার টাকায়ও বিক্রি করে। বাংলা‌দে‌শে প্রচুর প‌রিমা‌ণে চাল উৎপাদন হয়।ফ‌লে আমি চাই বাংলাদেশে তারা বিনিয়োগ করুক। তারা আমাকে আশ্বস্ত করেছেন বাংলাদেশে বিনিয়োগ করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991