রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা ব্যুরো প্রধান:দশ পেরিয়ে এগারোয় পদার্পণ সবার সাথে এশিয়ান টেলিভিশন এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যতম সেরা জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভি প্রতিষ্ঠা বার্ষিকী ২য় দিনে দুস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরন করা হয়েছে।
১৯ জানুয়ারী সকালে প্রেসক্লাব গাইবান্ধার সামন থেকে শীতবস্ত্র ও খাবার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি খালেদ হোসেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মৎস্যজীবী লীগের গাইবান্ধা জেলা শাখার সভাপতি ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নূরে হাবিব টিটন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন প্রেসক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক জাভেদ হোসেন।
এসময় সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কম্বল ও খাবার পেয়ে অসহায় ও শীতার্ত মানুষজন সন্তূষ্টি প্রকাশ করেন । দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়।