আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি) বগুড়াঃ
তাই কোয়ান্ডো ফেডারেশন কর্তৃক আয়োজিত এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানের মধ্য দিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ পালিত হয়।
বগুড়া Annex Suites ৪ তলা জলেশ্বরিতলা দুপুর ২টা উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
মোঃ হাবিব এর সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাইকোন্ডো ফেডারেশনের সম্মানীত সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা এবং বিভিন্ন প্রশিক্ষকবৃন্দ।
এতে বিভিন্ন ক্লাব থেকে ১৭০ জন তায়কোয়ান্ডো ক্রীড়াবিদ ছেলে এবং মেয়ে ০৬ টি ওজন শ্রেনীতে অংশ গ্রহণ করে ১২ টি স্বর্ন, ১২ টি রৌপ্য এবং ১২টি ব্রোন্চ পদক দেওয়া হয়।
খেলা শেষে বগুড়া তায়কোয়ান্ডো ক্লাব থেকে একটি বর্ণাঢ্য রেলি বগুড়া সাতমাথা হয়ে জলেশ্বরিতলা ক্লাবে এসে রেলিটি শেষ করা হয়।