মঙ্গলবার রাত্র ১০ টার সময় ডেমরা থানাধীন ডগাইর বোর্ড মিল মন্দিরে শ্রী শ্রী শারদীয় দূর্গা উৎসব পরিদর্শন করেন ডেমরা থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুর রহমান ও মাহমুদুল হাসান পলিন, কাউন্সিলর ৬৮ নং ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।প্রথমেই তাদেরকে ঢাকের বাদ্য আর উলুধ্বনি দিয়ে স্বাগত জানান পূজা উদযাপন কমিটির সদস্যরা ও পূজায় আগত পুন্যার্থীরা, অনুষ্ঠানে উপস্থিত হয়ে ডেমরা থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুর রহমান বলেন আপনারা সবাই পূজা উদযাপন করতে এসেছেন মন লাগিয়ে পূজা উদযাপন করবেন কোথাও কোনো সমস্যা দেখা মাত্র ডিউটি রত পুলিশকে জানাবেন তারা তা সমাধান করবেন,এসময় তিনি সকলের মঙ্গল কামনা করেন। পূজায় অতিথির বক্তব্যে মাহমুদুল হাসান পলিন বলেন সবাই শান্তি শৃঙ্খল ভাবে আপনারা পূজা উদযাপন করুন,কেহই পূজার শৃঙ্খলা নষ্ট করবেন না,পূজায় উপস্থিত সকলকে উদ্দেশ্য করে তিনি বলেন এই পূজাকে কেন্দ্র করে কেউ নোংরা রাজনীতি করবেন না, ধর্ম যার যার উৎসব সবার।মাহমুদুল হাসান পলিন যেহেতু উদার মনের অধিকারি তাই পূজা মন্ডপের সভাপতি তাদের মন্ডপের সংস্কারের আবেদন জানালে তিনি মন্ডপের সংস্কারের প্রতিশ্রুতি দেন, মাহমুদুল হাসান পলিন যেহেতু সাংস্কৃতিক মনা তাই পূজা উদযাপন কমিটির সকলের আবদারে পূজায় আগতদের গান শুনিয়ে বিমোহিত করেন এবং সকলের মঙ্গল কামনা করে বিদায় নেন।
এসময় উপস্থিত ছিলেন ৬৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আজিজ প্রধান,এবি সুপার মার্কেটের সত্তাধিকারি মোঃ মিজানুর রহমান মিজান, ডেমরা থানা ছাত্র লীগের সভাপতি মোঃ
জয়নাল আবেদীন সৌরভ সহ ৬৬,৬৭,৬৮ নং ওয়ার্ডের আওয়ামী লীগ,যুব লীগ ও ছাত্র লীগের নেতা কর্মীরা,