সাইফুল ইসলাম (সাইফ) স্টাফ রিপোর্টার : কক্সবাজার: গত ২৬ মে ২০২৩ খ্রিঃ অনুমান ১৫.০০ ঘটিকার সময় র্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদরের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়, কক্সবাজার জেলার সদর থানাধীন সাংস্কৃতিক কেন্দ্রের দক্ষিণ পাশে মা রেস্তোরাঁর সামনে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে দুইজন ব্যক্তি কৌশলে দ্রুত পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের নিকট ধৃত হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে তাদের হেফাজত হতে সর্বমোট ৩,৩৫০ (তিন হাজার তিনশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিদ্বয়ের বিস্তারিত পরিচয় ১। আব্দুল মুনাফ (২৪), পিতা-মৃত আবুল মঞ্জুর এবং ২। রবিউল আলম (২৫), পিতা-মৃত আবুল হাশিম, উভয়সাং-রংগীখালী, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার বলে জানা যায়।
ধৃত মাদক ব্যবসায়ীদ্বয় জানায় যায় যে, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘ দিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে বিভিন্ন পন্থায় নিজ হেফাজতে রেখে কক্সবাজারের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে এবং জব্দকৃত ইয়াবাগুলো বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করছিল। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়। উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।