রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন
ঘোষনা
ব্রাহ্মণবাড়িয়া-৪ এ মুশফিকুর রহমানের নির্দেশে বিএনপির লিফলেট বিতরণে গণজোয়ার ব্রাক্ষণবাড়িয়া-৫ নবীনগর আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন গোপালপুরে শিক্ষকের শিক্ষক প্রয়াত অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর স্মরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে আ’লীগ নেত্রী আরিফা ইয়াসমিন ময়ুরীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন নাটোরে সরকারি গাছ কাটার অভিযোগ ইউনিয়ন জামায়াত সেক্রেটারির বিরুদ্ধে ব্রহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযান/ ১৩(তেরো) কেজি গাঁজা উদ্ধার। ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এড. মান্নান এর শোডাউন ঝিনাইদহে বাস-ইজিবাইক সংঘর্ষে গৃহবধূ নিহত মঞ্চ মাতালো বিশ্বপ্রেমের থিয়েটার পারফরমেন্স ‘জালাল উদ্দীন রুমী’ নির্বাচন ঘিরে রাজনৈতিক অস্থিরতা: গণতন্ত্র টালমাটাল অবস্থায় টঙ্গীতে তুলার গোডাউনে বিশাল অগ্নুৎপাত ভোলায় জলসিঁড়ির জমজমাট ষষ্ঠ আসর অনুষ্ঠিত কসবায় সাংবাদিকদের মিলন মেলা ও বনভোজন: ঐক্যের আহ্বানে এক অনন্য দিন দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ভোলার উন্নয়ন ও নাগরিক অধিকারে ঐক্যবদ্ধ নতুন নেতৃত্বের অঙ্গীকার **চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ বলেন— “তারেক রহমান জনগণের হৃদয়ের কথা জানেন”** আশুগঞ্জে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ সিগারেট, নিষিদ্ধ আমাদানি ক্রিম, মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আরেকটি ১/১১ হবে : রাশেদ খান জলঢাকায় বন্ধু মহলের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি’র বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

কক্সবাজারে ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় ব্র্যাকের ‘PLEASE’ প্রকল্প পরিদর্শন করলেন বিএনপির উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১০২ বার পঠিত

শফিকুল রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উপদেষ্টা কমিটির সদস্য ও বিশিষ্ট জনস্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দার আজ কক্সবাজারে ব্র্যাক কর্তৃক বাস্তবায়িত এবং বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত ‘PLEASE’ (Plastic Waste Recycling for Livelihood, Environment and Sustainability Enhancement) প্রকল্প পরিদর্শন করেন।

তাঁর সঙ্গে ছিলেন বিএনপির বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির বিশেষ সহকারী ও গবেষক ড. সাইমুম পারভেজ।

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় উদ্ভাবনী মডেল

PLEASE প্রকল্পটি বাংলাদেশের অন্যতম পরিবেশবান্ধব ও উদ্ভাবনী উদ্যোগ, যার লক্ষ্য — প্লাস্টিক বর্জ্যকে টেকসই অর্থনৈতিক কর্মকাণ্ডে রূপান্তর করা। প্রকল্পটি সচেতনতা সৃষ্টির মাধ্যমে নাগরিকদের বর্জ্য পৃথকীকরণে উৎসাহিত করছে, নিরাপদ নিষ্পত্তি নিশ্চিত করছে এবং পুনর্ব্যবহৃত প্লাস্টিক দিয়ে জলবায়ু সহনশীল মানসম্পন্ন আসবাবপত্র তৈরি করছে।

এই উদ্যোগটি কেবল পরিবেশ সুরক্ষাই নয়, বরং সামাজিক সচেতনতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতিকে সক্রিয় করার এক অনন্য উদাহরণ।

ড. হায়দারের বক্তব্য: “বর্জ্য ব্যবস্থাপনাকে জাতীয় অগ্রাধিকারে আনতে হবে”

পরিদর্শন শেষে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন,

> “বিএনপি তার ৩১ দফা রাষ্ট্র মেরামতের এজেন্ডা-তে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলাকে বিশেষ অগ্রাধিকার দিয়েছে। এর অংশ হিসেবে দেশব্যাপী বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ, নিরাপদ নিষ্পত্তি ও পুনর্ব্যবহারের একটি সমন্বিত জাতীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে।”

 

তিনি আরও বলেন,

> “বর্তমান বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনা প্রায় অদৃশ্য। রাস্তা, নদী ও খালের পাশে বর্জ্য ফেলার ফলে পরিবেশ দূষণ, রোগবালাই ও অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এই অচলাবস্থা ভাঙবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রতিটি নাগরিকের অংশগ্রহণে বর্জ্য সম্পদে পরিণত হবে।”

 

PLEASE প্রকল্পের অভিজ্ঞতা দেশের মডেল হতে পারে

ড. হায়দার উল্লেখ করেন, কক্সবাজারের এই প্রকল্পের অভিজ্ঞতা থেকে শেখার অনেক কিছু রয়েছে।

> “যদি এই মডেল প্রমাণিতভাবে কার্যকর ও অর্থনৈতিকভাবে টেকসই হয়, তবে এটি দেশব্যাপী সম্প্রসারণের উদ্যোগ নেওয়া যেতে পারে। কক্সবাজারের এই অভিজ্ঞতা বাংলাদেশের টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।”

 

নারী ও তরুণদের অংশগ্রহণে ‘টেকসই উন্নয়নের রূপ’

পরিদর্শনকালে ড. হায়দার প্রকল্পে কর্মরত নারী ও তরুণ কর্মীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রশংসা করেন।

> “এই প্রকল্পের মাধ্যমে নারী ও তরুণেরা বিকল্প আয়ের সুযোগ পাচ্ছেন। একদিকে পরিবেশ রক্ষা হচ্ছে, অন্যদিকে কর্মসংস্থান তৈরি হচ্ছে—এটাই টেকসই উন্নয়নের প্রকৃত রূপ,” তিনি বলেন।

 

‘Green Bangladesh’ গঠনের অঙ্গীকার

ড. হায়দার ঘোষণা দেন,

> “বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপন করা হবে। সেখানে স্থানীয় সরকার, বেসরকারি খাত ও জনগণ একসঙ্গে কাজ করবে। এভাবেই আমরা গড়ে তুলব একটি ‘Green Bangladesh’, যেখানে পরিবেশ, স্বাস্থ্য ও অর্থনীতি একে অপরের পরিপূরক হবে।”

 

রাষ্ট্র মেরামতের এজেন্ডা: একটি জাতীয় পুনর্জাগরণের রূপরেখা

তিনি আরও বলেন,

> “তারেক রহমানের নেতৃত্বে বিএনপির রাষ্ট্র মেরামতের এজেন্ডা কেবল রাজনৈতিক সংস্কার নয়—এটি একটি জাতীয় পুনর্জাগরণের রূপরেখা। যেখানে স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, পরিবেশ, কর্মসংস্থান এবং ডিজিটাল রূপান্তর একে অপরের সঙ্গে সম্পর্কিত থাকবে। সেই লক্ষ্যেই আমরা মাঠে নেমেছি—শিখছি, পর্যবেক্ষণ করছি এবং সফল মডেলগুলো ভবিষ্যতের রাষ্ট্র পরিকল্পনায় অন্তর্ভুক্ত করছি।”

 

উপসংহার

ড. জিয়াউদ্দিন হায়দার আশা প্রকাশ করেন,

> “পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা ক্ষেত্রে বাংলাদেশ একদিন দক্ষিণ এশিয়ার অন্যতম উদাহরণ হয়ে উঠবে—যদি রাজনৈতিক সদিচ্ছা, প্রযুক্তি, স্থানীয় উদ্ভাবন ও জনগণের অংশগ্রহণ একসাথে কাজ করে। স্বাস্থ্যসম্মত ও টেকসই বাংলাদেশ গড়াই এখন আমাদের জাতীয় অঙ্গীকার।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991