বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৭ পূর্বাহ্ন

কক্সবাজারে কলেজ ছাত্র রিদোয়ান হত্যা মামলায় আটক দুই

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ১৬৯ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃঃ
কক্সবাজার শহরের সিটি কলেজ গেইটের প্রধান সড়কে চাঞ্চল্যকর কলেজ ছাত্র রিদোয়ান হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। তারা ওই মামলার দুই ও চার নং আসামী। বুধবার (৩০ মার্চ) রাতে শহরের রুমালিয়ারছড়ার টেকনাইফ্যা পাহাড় ও চট্টগ্রামের ডাবল মুরিং মনসুরাবাদ এলাকা থেকে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো- হেরাম আল ছোটন (২৩) ও কামাল হোসাইন (২৪)।

শুক্রবার (১ এপ্রিল) বিকেলে কক্সবাজার র‌্যাব ১৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, গত ২৮ মার্চ কক্সবাজার সিটি কলেজ গেইটের সামনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলেজ ছাত্রকে রিদুয়ান সিদ্দিক ছুরিকাঘাতে হত্যা করে।

এ হত্যাকান্ডের ঘটনাটি কক্সবাজারসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীকালে তার পরিবার বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকে আসামিদের গ্রেফতারে র‍্যাবের গোয়েন্দা দল তাদের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল কক্সবাজার ও চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। র‍্যাব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতার আসামিরা এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত এবং গ্রেফতারকৃত কামাল হোসাইনের কাছ থেকে রক্তের দাগ লেগে থাকা একটি টিশার্ট উদ্ধার করা হয়। পরে গ্রেফতার আসামিদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991