
আবদুর রহিম, কক্সবাজার দক্ষিণ প্রতিনিধি। কক্সবাজারের উখিয়া সদর স্টেশনে সোমবার বিকালে ঘটে যায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। হঠাৎ করে স্টেশনের বাজার এলাকার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই আশপাশের দোকান ও গুদামে ছড়িয়ে পড়ে ভয়াবহ আগুন। আগুনের লেলিহান শিখায় চারদিক মুহূর্তেই অন্ধকারে ঢেকে যায়, সৃষ্টি হয় চরম আতঙ্কের পরিবেশ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উখিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় জনগণের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে পুড়ে যায় অন্তত অর্ধশতাধিক দোকান, মালামাল ও গুদামঘর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। এতে প্রাণ হারান ব্যবসায়ী স্থানীয় মোহাম্মদ আলী। তিনি এলাকার একজন পরিশ্রমী ও সামাজিক মানুষ হিসেবে পরিচিত ছিলেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।