স্টাফ রিপোর্টারঃ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে তার মধ্যে উক্ত উপজেলার দেওপাড়া ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের অন্তর্গত কদম শহর দাখিল মাদ্রাসায় শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারী বৃন্দের উপস্থিতিতে কোরান তেলাওয়াতের মাধ্যমে আরম্ভ করা হয়।
পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সুপার মাওলানা মোঃ গোলাম মোস্তফা, বক্তব্য রাখেন , শিক্ষক কর্মচারীদের ও মাদ্রাসার পক্ষ থেকে মোঃ আলতাফ হোসেন, (শিক্ষক প্রতিনিধি ) আলোচনা সভা পরিচালনা করেন মোঃ মজিবর রহমান, সহকারী সুপার, দোয়া পরিচালনা করেন মোঃ আজিজুর রহমান এবঃ ক্বারী ।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ নাসিম উদ্দিন, মোঃ মোতাহার আলী , সহকারী মাওলানা, মোসাঃ রাশিদা বেগম,মোসাঃ হোসনে আরা, মোঃ মিজানুর রহমান, মোঃ মাসুম ইসলাম, শেখ আহাম্মদ নৈমুদ্দীন চৌধুরী, সহকারী শিক্ষক ( সিনিয়র)।
আরও উপস্থিত ছিলেন এবঃ প্রধান মোঃ অরকাবিন , মোঃ ইন্তাজুল হক, মোঃ ওবাইদুল্লাহ এবঃ শিক্ষক ও আবু হেনা মোস্তফা কামাল করনিক, মোঃ তোরাব আলী পিয়ন অত্র মাদ্রাসা ।
ইহা ছাড়াও ছাত্র ছাত্রী বৃন্দ ও অভিভাবক বৃন্দ।
জাতীয় সংগীত পরিচালনা করেন মোসাঃ দিনারা বেগম সহকারী শিক্ষক শরীর চর্চা শিক্ষক কদম শহর দাখিল মাদ্রাসা।
উপস্থিত বক্তাগণ মহান স্বাধীনতা দিবস ও মুক্তিযুদ্ধের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল ও মুক্তিযুদ্ধের সময় সকল এবং এদেশের স্বাধীনতা রক্ষায় এখন পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন এবং তাদের জন্য দোয়া করে অনুষ্ঠান শেষ করেন।