ওবায়দুল ইসলাম সাগর স্টাফ রিপোর্টার:২০২৪ সালের ১২তম পয়েন্ট রিক্রুটমেন্ট সিস্টেম (লটারি) পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে কনফিডেন্স কোরিয়ান ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টার। প্রথমবারের মতো পরীক্ষায় অংশ নিয়েই প্রতিষ্ঠানটির ২৮ জন নিবন্ধনকারীর মধ্যে ২৪ জন স্কিল টেস্টের জন্য উত্তীর্ণ হয়েছেন, যা নিঃসন্দেহে একটি বিশাল অর্জন।
প্রতি বছর কোরিয়ার এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম (EPS) এর আওতায় দক্ষ কর্মী নিয়োগ করা হয়। ২০২৪ সালের পরীক্ষায় সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ৭৫ (১৫০) বিবেচনায় মোট ৩৪১১ জন প্রার্থীকে স্কিল টেস্টে অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়। এ বছর ডিসেম্বর ও জানুয়ারিতে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, যেখানে কনফিডেন্স কোরিয়ান ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টার প্রত্যাশিত সাফল্য অর্জন করেছে।
কনফিডেন্স কোরিয়ান ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টারের যাত্রা শুরু হয় এক বছর আগে। অল্প সময়ের মধ্যেই শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে প্রতিষ্ঠানটি বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। তাদের এই সাফল্য ভবিষ্যতে আরও অনেক তরুণকে কোরিয়াতে চাকরির সুযোগ পেতে সহায়তা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
২০০৭ সালে বাংলাদেশ ও কোরিয়া সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হয়। বর্তমানে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (BOESL) এবং কোরিয়ার হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সার্ভিস (HRD Korea) যৌথভাবে এই প্রক্রিয়া পরিচালনা করছে।
কনফিডেন্স কোরিয়ান ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টারের পরিচালক রাহাতুল ইসলাম খোকা বলেন,
“বাংলাদেশি কর্মীদের জন্য কোরিয়ায় আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে হলে ভাষা শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি, কোরিয়ায় ভিসা ইস্যু বৃদ্ধি, এজেন্ট নিয়োগ এবং কোম্পানি পরিবর্তনের মতো বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা করলে শ্রমবাজার আরও সম্প্রসারিত হবে।”
কোরিয়া বর্তমানে এশিয়ার অন্যতম অর্থনৈতিক পরাশক্তি। উচ্চ বেতন এবং কর্মপরিবেশের কারণে অনেক বাংলাদেশি তরুণ EPS টেস্টের মাধ্যমে কোরিয়ায় কাজের সুযোগ পেতে আগ্রহী। কনফিডেন্স কোরিয়ান ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টার ইতোমধ্যেই দক্ষ প্রশিক্ষণ দিয়ে শিক্ষার্থীদের এগিয়ে যেতে সহায়তা করছে।
কনফিডেন্স কোরিয়ান ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টার ঠিকানা: সগড়া বিশ্বরোড মোড়, কিশোরগঞ্জ সদর যোগাযোগ: ০১৭১৪৪২৫৯৬৮