কবিতা পাঠের আসর
মাসিক কবিতা পাঠের আসর “মায়ের ঘর” নামে ৩০-৫-২০২২ সোমবার জনাব আব্দুল কদ্দুস, অবঃসেনা কর্মকতা ও মাটির মা ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিচালক কমিটির সম্মানিত সদস্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়ে গেলো টাঙ্গাইল ঘাটাইল শালিয়াবহ চৌরাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন জনাব ফারুক আহমেদ মাটির মা ফাউন্ডেশনের সাহিত্য বিষয়ক সম্পাদক ও সহ শিক্ষক অত্র বিদ্যালয়।অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠে ১ম স্থান অধিকার করেন অনীক নন্দী কালিহাতী, ২য় শিউলি আরোহী ঘাটাইল, ৩য় লুৎফর রহমান।বিজয়ীদের উপহার সামগ্রী ও ব্যাচ পড়িয়ে বরণ করে নেয়া হয়। সেই সাথে আগামী মাসে তাদের হাতে তুলে দেয়া হবে সম্মাননা স্মারক।তৃণমূল পর্যায়ের প্রতিভা গুলো বিকশিত করার আহ্বান রেখে বক্তব্য রাখেন কবিরা। কবিতা পাঠ করেন কবি ফারুক আহমেদ, আকবর হোসেন, শিউলি আরোহী, অনীক নন্দী, মতিয়ারা মুক্তা, আহমিনা রিতু,লুৎফর রহমান,শেখ নাঈম হাসান। উক্ত আয়োজনে সহযোগিতা করেন সংগঠনের সহ সভাপতি মোঃআনোয়ার হোসেন, সদস্য কামরুল ইসলাম, চান মাহমুদ শিকদার,শেখ নাইম হাসা,নাজমুল ইসলাম প্রমুখ।
বিজয়ীদের কবিতা মাটির মা সাহিত্য পত্রিকা মাসিক মায়ের ঘর এ স্থান পাবে।উক্ত অনুষ্ঠানটি নবীন প্রজন্মকে সাহিত্যে মনোনিবেশ করবেন বলে আশা রাখেন মাটির মা ফাউন্ডেশনের চেয়ারম্যান মতিয়ারা মুক্তা।
অনুষ্ঠানে সবার মতামত ও স্ব স্ব অবস্থান থেকে সাহিত্য এগিয়ে আসার আহ্বান জানিয়ে মাটির মা ফাউন্ডেশনের কেন্দ্রীয় অফিস,ও মায়ের ঘর পরিদর্শন করে সমাপ্তি ঘোষণা করা হয়।