মোহাম্মদ আলী (বি.কম)।
পিতা মাতা অমূল্য রতন,
বুঝিবে তখন,
পিতা মাতা থাকিবে না যখন।
পিতা-মাতার মূল্য,
বুঝবে না ততক্ষণ।
পিতা-মাতাকে
হারাবে না যতক্ষণ।
প্রিয় ও আপন জনের,
মূল্য বুঝবে তখন।
পিতা-মাতা-কে,
হারাবে যখন ।
পিতা-মাতার,
আদর ভালবাসা বুঝবে তখন।
পিতা-মাতা, থাকবে না যখন।
তোমার জীবনের, সবচেয়ে বেশি
কে ছিল আপন,
বুঝবে তখন।
পিতা-মাতা, থাকবে না যখন।
বিনা স্বার্থে,
কে তোমায় করেছিল যতন,
বুঝিবে তখন।
পিতা-মাতা,থাকিবে না যখন।
স্বার্থ উদ্দেশ্য ছাড়া,
অন্যের ভালবাসা,
থাকিবে না কিছুক্ষণ।
স্বার্থ উদ্দেশ্য ছাড়া পিতা-মাতার,
ভালবাসা থাকিবে সর্বক্ষণ।
তুমি মরিলে,
অন্যরা মনে রাখিবে,
ও কাঁদিবে কিছুক্ষণ,
পিতা মাতা তোমায়,
মনে রাখিবে ও কাঁদিবে সারাক্ষণ।
সকলের দরজা,
তোমার জন্য বন্ধ হয়ে যাবে যখন।
পিতা-মাতার দরজা,
তোমার জন্য খোলা থাকিবে তখন।
স্বার্থ উদ্দেশ্য ফুরিয়ে গেলে,
অন্যেরা খোঁজখবর নিবে না যখন।
পিতা-মাতা, বিনা স্বার্থে উদ্দেশ্যে,
তোমার খোঁজখবর নিবে সর্বক্ষণ।
পিতা মাতা,যে অমূল্য রতন,
বুঝিবে তখন।
পিতা-মাতা,
তোমার থাকিবে না যখন।
পিতা মাতা-কে করিবে যতন।
জীবিত থাকিবে যখন।
পিতা-মাতা, তোমার প্রতি,
সন্তুষ্ট থাকিবে যখন,
মহান সৃষ্টিকর্তা,
তোমার প্রতি সন্তুষ্ট হইবে তখন।
জান্নাতের দরজা খোলা থাকিবে,
তোমার জন্য তখন।