আবু জাফর সোহেল রানা, কুড়িগ্রাম। ১৯-১০-২০২২ ইং।
টেকসই নিরাপত্তা ও উন্নয়নের নির্মোহ সারথী জেলা পুলিশ কুড়িগ্রাম, একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ন সমাজের লক্ষ্যে এবং সকল জন সাধারনের টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে দিবারাত্র কঠোর পরিশ্রম করে যাচ্ছে।সেই ধারাবাহিকতায় আসছে আগামী ২৯ অক্টোবর ২০২২ইং কমিউনিটি পুলিশিং ডে, সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও পালিত হবে।
কমিউনিটি পুলিশিং ডে -২০২২, যথাযথ তাৎপর্যের সাথে, অন্তর্ভুক্তিমূলক ভাবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় করার লক্ষ্যে (১৯ অক্টোবর) বুধবার দুপুড়ের আগে পুলিশ সুপার কনফারেন্স হল রুমে প্রস্তুতি মুলক এক সভা অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কুড়িগ্রামের সন্মানিত মুক্তিযোদ্ধা, সুধীসমাজ,আইনজীবী, সাংবাদিক,শিক্ষক সহ সকলের সাথে খোলামেলা আলোচনা করা হয়।
জেলা পুলিশ কুড়িগ্রামের আয়োজনে উক্ত সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মোঃ নাসির উদ্দিন, সাবেক সিভিল সার্জন ডাঃ এসএম আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, রাশেদুজ্জামান বাবু, পিপি অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, শ্রী রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক উদয় শঙ্কর চক্রবর্ত্তী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা এস এম হারুন অর রশীদ লাল, সহযোগী অধ্যাপক সরকারি কলেজ ড. মোঃ আনোয়ার হোসেন মন্ডল, শিশুনিকেতন এর প্রধান শিক্ষক প্রতিমা চৌধুরী, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ব্যবসায়ী মোঃ জিল্লুর রহমান টিটু, জেলা শিল্পকলা একাডেমীর লুনা জামান, পুলিশ লাইন্স স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ শামসুল আলম, কুড়িগ্রাম খবর পত্রিকার সম্পাদক ছানা লাল বকসী, সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জু, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ নূর বখত, সাহিত্য পরিষদের সভাপতি ফরিদা ইয়াসমিন বেবী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর আইন উপদেষ্টা ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. আহসান হাবিব নীলু, জেলা যুবলীগ আহবায়ক এ্যাড. রুহুল আমিন দুলাল, জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান বকসী, পুজা উদযাপন পরিষদের সভাপতি রবি বোস, সাধারণ সম্পাদক অনীম কুমার সরকার, এ্যাড. আমজাদ হোসেন, সিনিয়র সাংবাদিক মাতলুবুর রহমান সফি খান।
এছারাও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন, কুড়িগাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান, কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার, ডিআইও-১ মোঃ লিয়াকত আলী, টিআই (শহর ও যানবাহন) মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।
কমিউনিটি পুলিশিং ডে -২০২২ সুন্দর ও শিশু কিশোর বান্ধব করতে সভায় বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক,রচনা প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়। এদতসংক্রান্তে সকলের অংশগ্রহন ও নিবিড়ভাবে কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন কমিটি গঠন করা হয়।