করোনার তৃতীয় ঢেউয়ের আসংখ্যায় রয়েছেন বাগেরহাট বাসি,করোনার প্রথম ঢেউ বাগেরহাট তেমন কোন প্রভাব ফেলতে না পারলেও ২য় ঢেউ নাস্তানাবুদ করেছে বাগেরহাট বাসিকে,বিশ্বে যখন করোনার তৃতীয় ঢেউ চলছে ঠিক তখনী বাগেরহাট বাসির কপালে চিন্তার ভাজ দেখা গেছে,বিগত বছরের করোনার তুলকালাম কান্ডকে সরন রেখে নতুন সংক্রমন মোকাবেলায় প্রস্তুুতি গ্রহন করছে বাগেরহাট স্বাস্থ ও পরিবার পরিকল্পনা বিভাগ,গত বছরের ন্যায় এবারো আগে থেকে করোনার নতুন সংক্রমন অমিক্রন ঠেকাতে বাগেরহাট সংসদ সদস্য শেখ তম্ময়ের নির্দেশে বাগেরহাট সিভিল সার্জনের সহযোগিতায় বাগেরহাট উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা বিভাগ এক সাথে কাজ শুরু করেছে,এ বিষয়ে বাগেরহাট সিভিল সার্জন ডা:মো:জালাল উদ্দীন মাতৃজগতকে বলেন,করোনার তৃতীয় ঢেউ তান্ডব শুরুর আগেই আমরা গন সচেতনতা ক্যাম্পাস শুরু করেছি,প্রতিটি উপজেলা স্বাস্থ কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছি,এবং করোনার লক্ষন দেখা দেয়া ব্যাক্তিদের নমুনা সংগ্রহ সহ আক্রান্ত ব্যাক্তিদের দ্রুত হাসপাতালে করোনা ওয়ার্ডে ভর্তির নির্দেশ দিয়েছি,বাগেরহাট উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডা:প্রদিপ বকশির নিকট করোনার তৃতীয় ঢেউয়ের বিষয়ে জানতে চাইলে মাতৃজগতকে বলেন,উপজেলা স্বাস্থবিভাগ বিগত বছরের ন্যায় এবারো সম্মুখ সারিতে থেকে করোনা মোকাবেলায় চেষ্টা চালিয়ে যাবে,মাঠ পর্যায়ে কমিনিউটি স্বাস্থ কর্মীদের ও এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে,,
বাগেরহাট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো:অলিয়ার রহমান মাতৃজগতকে বলেন,করোনার দ্বিতীয় ঢেউ যে ভাবে বাগেরহাট স্বাস্থ বিভাগের সাথে একযোগে সম্মুখ সারিতে থেকে করোনা মোকাবেলা করেছি,তেমনি করোনার তৃতীয় ঢেউ মোকাবেলার জন্য বাগেরহাট উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ প্রস্তুত রয়েছে,ইতি মধ্যে মাঠ পর্যায়ের পরিবার পরিকল্পনা কর্মীদের গন চতেনতার নির্দেশ দিয়েছি,তিনি আরো বলেন বাগেরহাট পরিবার পরিকল্পনা বিভাগ সব সময় বাগেরহাট বাসির পাশে থেকে সর্বদা সেবায় নিয়োজিত থাকবে,তবে বাগেরহাট বিভিন্ন জায়গায় ঘুড়ে দেখা গেছে সাধারন মানুষের মাঝে সচেতনাতার কোন বালাই নাই,সামাজিক দুরুত্ব দুরের কথা কারো মূখে ছিল না মাস্ক,বেশির ভাগ মানুষকেই দেখা গেছে স্বাস্থ সচেতনার বিষয়ে উদাসীন,বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা:আদানান বলেন,এখন থেকে যদি সাধারন মানুষ সচেতন না হয়,তাহলে করেনা নতুন সংক্রমন অমিক্রন দ্রুত ছড়িয়ে পরার আসংখ্যা রয়েছে,এমতবস্তা সচেতনার বিকল্প নেই,