কর্মই জীবন
লেখিকা-শারমিন
ভাবছে খোকা বসে একা
মুখটি করে ভার,
শূন্য হাতে দীর্ঘ জীবন
কেমনে করবে পার!
বলি খোকা শোনো তুমি
মনে রাখো বল,
পারবে তুমি গড়তে জীবন
গড়বে টাকার কল।
কর্মে যারা মন দিয়েছে
তাদের হইছে জয়,
হাজার বাঁধা বিপত্তিতেও
পায়নি কভু ভয়।
তাইতো বলি খোকা তুমি
আর করোনা লাজ,
লেখাপড়ার পাশাপাশি
ভালোবাসো কাজ।
কাজেই শান্তি, কাজেই মুক্তি
কাজের মাঝেই জয়,
অলস মানুষ এই সমাজে
নিন্দার পাত্র হয়।