মোঃ ইলিয়াস শেখ বিশেষ প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার ৭নং লতাচাপলী ইউপি নির্বাচন আগামী ১৫ জুন । ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার বিজয়ের লক্ষে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কর্মীরা।এ উপলক্ষে রবিবার বিকালে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত,বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী আনছার উদ্দিন মোল্লার নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
নৌকা মার্কার কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার।কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোঃ ছবির গাজী,রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি,সাবেক অধ্যক্ষ দেলোয়ার হোসেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক,শহীদুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক, মোঃ মঞ্জুরুল ইসলাম, কুয়াকাটা পৌর আওয়ামীলীগের সভাপতি, আব্দুল বারেক মোল্লা, সাধারণ সম্পাদক মুনির ভূঁইয়া।অধ্যাপক, মো: আবু ইউষুফ,উপজেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম,কলাপাড়া পৌর যুবলীগের সভাপতি, কাউন্সিলর যাকির হোসেন যুকু খান,পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ভূঁইয়া, জেলা কৃষক লীগের সদস্য দিদারুল ইসলাম দোলন।
সহ জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের,সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।