নীল রতন কুন্ডু নিলয়, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: প্রস্তাব এবং সমর্থনের মধ্যে দিয়ে কলাপাড়া উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি’র নির্বাচন সম্পন্ন হয়েছে। ডা. মো. ইব্রাহীম খলিল সভাপতি ও সাধারন সম্পাদক পদে মু. জসিম উদ্দিন নির্বাচিত হয়েছে। বুধবার বিকাল ৪ টায় কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতি’র হল রুমে ভোটারদের কন্ঠ ভোটের মাধ্যমে বিজয়ী ১৭ বিশিষ্ঠ কার্যকরী কমিটির ঘোষণা করেন সাবেক কমিটির সহ-সভাপতি মাও. আব্দুস সালাম।
এসময় অন্যান্যের মধ্যে সাবেক কমিটির উপদেষ্টা ভব রঞ্জন বিশ্বাস, মোল্লা মেডিকেল হল’র স্বত্তাধিকারী মিন্টু মোল্লা, গৌতম চন্দ্র রায়, ফারিয়া সভাপতি হাবিবুর রহমান মনির ঢালী, সাইফুল ইসলাম ও খাইরুল ইসলামসহ গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানা যায়, বাংলাদেশ কেমিষ্ট ও ড্রাগিষ্ট সমিতি’র কলাপাড়া উপজেলা শাখা প্রতি তিন বছর পর পর গনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করে থাকে।
এর ধারাবাহিকতায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নব-গঠিত এ কমিটি আগামী তিন বছর সুষ্ঠ ও সুন্দরভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবেন এমনটাই আশা সাধারন ভোটারদের। কমিটি’র অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি দিলীপ কুমার মন্ডল, সহ-সভাপতি মো. জাকির হোসেন মুন্সী, মো. জাহাঙ্গীর আলম, মো. বশির উদ্দিন খাঁন, যুগ্ন-সম্পাদক মো. জাহিদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. আব্বাস উদ্দিন, কোষাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খাঁন, দপ্তর গৌতম চন্দ্র রায়, প্রচার সম্পাদক মো. আকতার হোসেন প্রমুখ।