নীল রতন কুন্ডু নিলয়, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় কেন্দ্রীয় শ্রী শ্রী জগন্নাথ আখড়া নাট মন্দিরে অদ্য মঙ্গলবার আনুমানিক সকাল এগারোটার দিকে তিনটি প্রতিমা ভেঙে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। শত বছরের প্রাচীন এই শীতলা,কালি ও মনসা মন্দিরের এই তিন দেবীর তিনটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সিসি ক্যামেরার বরাতে এক ব্যক্তিকে সন্দেহজনক ও অসংলগ্ন অবস্থায় মন্দির প্রাঙ্গনে ঘোরাফেরা করতে দেখা যায়। সম্প্রীতির বন্ধনে আবদ্ধ কলাপাড়ায় এই ধরনের ঘটনা এই প্রথম ঘটলো বলে এলাকাবাসী জানিয়েছেন।
জগন্নাথ মন্দিরের পুরোহিত কালাচাঁদ চক্রবর্তী বলেন, এটা কোন সাধারণ ঘটনা নয়। দ্রুত দোষীদের গ্রেফতারের দাবী জানাচ্ছি।
কেন্দ্রীয় শ্রী শ্রী জগন্নাথ আখড়া নাট মন্দির সভাপতি গোসাই সাহা ও সাধারণ সম্পাদক দেবদাস মুখার্জি এ প্রতিবেদককে জানান, এই ঘটনার পর জগন্নাথ আখড়াবাড়ির বাসিন্দারা ভীত সন্ত্রস্ত অবস্থায় রয়েছে। আমরা থানায় অভিযোগ করবো।
কলাপাড়া থানার ওসি মো.আলী আহমেদ এ প্রতিবেদককে জানান, সিসি ক্যামেরায় ফুটেছে একজনকে স্পষ্ট দেখা গেছে। আমরা তাকে সনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা করছি।