স্টাফ রিপোর্টারঃ
১৭/০৩/২২
ব্রাহ্মণবাড়িয়া কসবায় ট্রাক ও মটরসাইকেল সংঘর্ষে মো. সালাহউদ্দিন নামে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন।আজ ২৭ শে মার্চ রোববার সকাল ৯টায় উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের শ্যামবাড়ি ভাংতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালাহউদ্দিন কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়ন চারগাছ গ্রামের মোঃ আবুল ফায়েজ ( মুন্সী মিয়ার) প্রথম ছেলে। সে মুলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
খবর পেয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, কসবা উপজেলা এসপি সার্কেল কামরুল ঘটনার স্হল পরিদর্শন করেন।কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূইয়া জানান,সকালে মোটরসাইকেল করে স্কুলে যাওয়ার পথিমধ্যে সালাউদ্দিনের মটরসাইকেল টিকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যান।