হেবজুল বাহার সিনিয়র স্টাফ রিপোর্টারঃ৬/৬/২০২৩ইং ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা ধ্বজেনগর গ্রামের দুই কৃষক আরজন আলী( ৬০) ও ইকবাল ভূঁইয়া (৫৫) নামে দুই বাংলাদেশী সীমান্ত এলাকায় গরু চরাইতে গেলে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বি,এস,এফ অতর্কিত ও অবৈধ ভাবে বাংলাদেশ প্রবেশ করে তাদের কে গুলি ছুড়ে।
এলাকাবাসি আহত অব্স্হায় তাদেরকে উদ্দার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের অবস্হা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক আরজন আলী ও ইকবাল ভূঁইয়া কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পেরন করেন। বর্তমানে দুই জনই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দীন আছেন।
তারই প্রেক্ষিতে সমাদানের লক্ষে দুদেশের এডিম পর্যায়ে মিটিং হয় চলছে,,,
বর্তমানে এলাকায় শান্ত অবস্হায় বিরাজ করছে।