মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন
ঘোষনা
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে লায়ন হারুনুর রশিদের গণসংযোগে জনতার ঢল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সর্বস্তরের মানুষের দোয়া, ধানের শীষের পক্ষে ব্যাপক সমর্থন ১০ ডিসেম্বর হিউম্যান এইড ইন্টারন্যাশনালের উদ্যোগে মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা কক্সবাজার-৪ আসনে ধানের শীষের পক্ষে জনসংযোগে মোঃ জাফর আলম। রিগান হত্যায় ফুঁসে উঠেছে চরপাড়া নলডাঙ্গায় দিনমজুরের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঝিনাইদহে মাকে মারধর করে ঘরছাড়া করার ঘটনা কুমড়াবাড়িয়া ইউনিয়নে চাঞ্চল্য সৃষ্টি করেছে ঝিনাইদহে শৈলকুপায় ভাই ভাই জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি জুয়েলারি সমিতির অনির্দিষ্টকালের ধর্মঘট ঘোষণা কালীগঞ্জে গ্রীষ্মকালীন পেয়াজ চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত শাহ আলীতে খালেদা জিয়ার সুস্থতা ও গণঅভ্যুত্থানের শহীদদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল রাঙ্গাবালীতে বহুপক্ষীয় (মাল্টিস্টেকহোল্ডার) মৎস্যজীবী নেটওয়ার্ক এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত ঝিনাইদহে শৈলকুপায় ভাই ভাই জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি জুয়েলারি সমিতির অনির্দিষ্টকালের ধর্মঘট ঘোষণা বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব–ভোলা জেলা কমিটির অনুমোদন: সভাপতি কবি রিপন শান, সাধারণ সম্পাদক মীর মোশারেফ অমি সীতাকুন্ডে বিএনপি নেতাদের বিরুদ্ধে ব্যবসায়ীকে অপহরণের মিথ্যা অভিযোগ। নাটোরের নলডাঙ্গায় রেললাইনে ফাটল। গণমাধ্যম ব্যক্তিত্ব খান সেলিম রহমানকে নিয়ে ভোলা দক্ষিণ প্রেসক্লাবের প্রীতি আড্ডা অনুষ্ঠিত ।। বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব- ভোলা জেলা শাখার আত্মপ্রকাশ কবি রিপন শান সভাপতি, মীর মোশারেফ অমি সাধারণ সম্পাদক । চুয়াডাঙ্গা পুলিশ অফিস বার্ষিক এবং হিসাব শাখা ষান্মাসিক পরিদর্শন করলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মহোদয় ফতুল্লায় ১০০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার দাঁড়িপাল্লার জয়েই বদলে যাবে দেশ— আবু তালেব মণ্ডলের বক্তব্যে জনতার উচ্ছ্বাস ‘গণতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সুবিদপুরে বিগ্রহপূর্ণ আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইদহ অবৈধ ট্রাক টার্মিনালের ১৩১ শতাংশ জমি দখলমুক্ত

কাউখালীতে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র ও ক্রীড়াসামগ্রী বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ বার পঠিত

নাজিম আল হাসান রাঙ্গামাটি

রাঙ্গামাটি কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের চেলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়ন ও সদর জোনের উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র এবং শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (০৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় শতাধিক শীতার্ত দুস্থ পরিবার ও দুইটি স্কুল এবং একটি আবাসিক হোস্টেলের ছাত্র-ছাত্রীদের মধ্যে কম্বল, ফুটবল, ক্রিকেট ব্যাট-বল, ক্যারাম বোর্ড, জার্সিসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি, ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন, চেলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিলন চাকমা,এলাকার হেডম্যান কারবারী সহ ব্যক্তিবর্গ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে রাঙামাটি রিজিয়নের কমান্ডার নাজমুল হক বলেন,পাহাড়ি অঞ্চলের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো। তারা সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছে এবং উন্নয়ন কার্যক্রমে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। পাহাড়ে স্থায়ী শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে হলে এসব সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। প্রশাসন ও নিরাপত্তা বাহিনী এ অঞ্চলে শান্তি বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, পাহাড়ি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে। পাহাড়ি অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন ও জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি। রাস্তাঘাটের উন্নয়ন ছাড়া পাহাড়ের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।

তিনি আরও বলেন,এ অঞ্চলে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে শিল্পকারখানা স্থাপন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের বিকাশ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এতে করে স্থানীয় জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার দৃশ্যমান পরিবর্তন আসবে। তিনি আশা প্রকাশ করেন যে, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগে পার্বত্য এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং পাহাড়ে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জীবনযাত্রা গড়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991