মোঃ রাশেদুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
(শনিবার) ১৯/০৮/২০২৩ ইং তারিখ রংপুর জেলার কাউনিয়া থানা পুলিশের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদ্বয় হচ্ছেন ১। ড্রাইভার/ মোঃ তাজুল ইসলাম (৫০), পিতা-মৃত আরব আলী, সাং-নাটেশ্বর(বাংটি হাজিপাড়া), থানা-সোনাইমুড়ি, জেলা-নোয়াখালী ও ২। সুপারভাইজার/ মোঃ শহিদুল ইসলাম (৫০), পিতা-মৃত শাহাজাহান আলী, সাং-নিলুর খামার, থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম।
কাউনিয়া থানাধীন নিজপাড়া নামক স্থানে সরকার গ্লাস এন্ড থাই এ্যালুমিনিয়াম দোকানের সামনে রংপুর-কুড়িগ্রামগামী মহাসড়কের উপর রাত্রী আনুমানিক ০০.০৫ ঘটিকার সময় কাউনিয়া থানা পুলিশের উক্ত টিম ঢাকাগামী যাত্রীবাহী হানিফ পরিবহন (বাস) যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৩-২৭০৬ তল্লাশী করে বাসের ড্রাইভারের পাশে থাকা দুইটি স্কুল ব্যাগের ভিতর থেকে পলিথিন দিয়ে মোড়ানো ও প্লাস্টিকের সুতলি দিয়ে বাঁধা দুইটি পোটলায় (১০+৫)= ১৫ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করে ড্রাইভার ও সুপারভাইজার আটক করে।
এসময় তাদের ব্যবহৃত ০২টি মোবাইল ফোন , ড্রাইভিং লাইসেন্স ১টি, হানিফ এন্টার প্রাইজের পরিচয় পত্র ০১টি জব্দ করা হয়। এ ঘটনায় কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।