জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, স্বাধীন বাংলাদেশের ক্রীড়া জগতের উজ্জ্বল নক্ষত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৩তম জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জ সদর উপজেলার ৮ নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদে – শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ আগষ্ট) সকালে কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের হলরুমে – উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন -ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সী।
এ অনুষ্ঠানের সঞ্চালনা ও সার্বিক দায়িত্ব ছিলেন, ইউপি সচিব মোঃ সাইদুল ইসলাম।
এসময়, কাওয়াকোলা ইউনিয়ন আঃলীগের নেতা মোতালেব, ইউপি সদস্য মোঃ সানোয়ার হোসেন, গোলাম মোস্তফা, আফসার আলী, আব্দুস ছালাম, শাহজামাল, সাজেদা খাতুন, আনোয়ারা বেগম, কোহিনূর খাতুন সহ ইউনিয়ন পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা, গ্রামপুলিশ, গণ্যমান্যব্যক্তি বর্গদের অনেকে উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জৈষ্ঠপুত্র, ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক সংগঠক বহুমাত্রিক প্রতিভার অধিকারী, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল
১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।