পাঁচ মাস পূর্বে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় রিকশাচালক মদ রাসেল মিয়ার সাথে। বিবাহের পর থেকেই তাদের দাম্পত্য জীবনের অশান্তির শুরু হয়। বিবি ফাতেমা ও রাসেলের এটি ছিল দ্বিতীয় বিয়ে। পরবর্তীতে রাসেল, বিবি ফাতেমা যে বাসায় কাজ করতো গত ২২/০৫/২০২২ ইংরেজি তারিখ সকাল ১১.৩০ ঘটিকার সময় উক্ত বাসায় ঢুকে পরিকল্পিতভাবে ছুরি দিয়ে তার গলায় এবং বুকে আঘাত করে। বাসার মালিক রেহানা তারে জাপ্টে ধরার চেষ্টা করলে সে দ্রুত বাড়ি থেকে দৌড়ে বের হয়ে যায়। তৎক্ষণাৎ কাফরুল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান, কাফরুল ফাঁড়ির ইনচার্জ মেহেদী হাসান মৌসুম ঘটনাস্থলে গিয়ে দেখে ভিকটিম ফাতেমা বিবি মৃত্যুবরণ করেছেন। তাৎক্ষণিক আসামীকে ধরার জন্য কাফরুল ফাঁড়ির ইনচার্জ মেহেদী হাসান মৌসুম একটি টিম নিয়ে অভিযান পরিচালনা করেন। পরবর্তীতে গোপন সূত্রের ভিত্তিতে সিলেট জেলার বিশ্বনাথ থানার একটি দুর্গম এলাকা থেকে আসামীকে ২৩/০৫/২০২২তারিখে ধৃত করেন। ঘটনা ঘটার মাত্র ১২ঘন্টার মধ্যেই কাফরুল ফাঁড়ির ইনচার্জ মৌসুমের নেতৃত্বে আসামি গ্রেপ্তার হয়। পরবর্তীতে উক্ত আসামির বিরুদ্ধে কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ভিকটিমের বাবা।