শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৬:০৯ পূর্বাহ্ন

কাভার্ড ভ্যানের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, নারীসহ নিহত ৫

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার -মো : দিদারুল ইসলাম:  কুমিল্লার দাউদকান্দিতে কাভর্ডভ্যান-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আমিরাবাদ-কচুয়া সড়কের মহানন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সিএনজি চালক উপজেলার দরজখোলা গ্রামের অহিদ মিয়ার ছেলে ইসমাইল (৩৫), দক্ষিণ নগর গ্রামের চিত্ত রঞ্জন মন্ডলের ছেলে পিযুস মন্ডল ও কালাসোনা গ্রামের রুহুল আমিনের ছেলে মনির হোসেন। এছাড়া বাকি দুইজনের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, একটি কাভার্ডভ্যান (চট্ট মেট্রো-ট-১১-৪৯২৪) কচুয়া যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশা আমিরাবাদের দিকে যাচ্ছিল। উপজেলার উপজেলার মহানন্দ পৌঁছালে কাভার্ডভ্যান ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশা চালক ও যাত্রীসহ পাঁচজন নিহত হন।
এছাড়া আহত সাদিয়া (২০) ও পাঁচ বছরের শরীফ নামে এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991