ময়মনসিংহ জেলা ব্যুরো প্রধান,মোঃ শাহ সৈয়দ খাঁন
অদ্য ইং ০৬/১০/২০২২ খ্রিঃ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৫, ময়মনসিংহ ইউনিটের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মহোদয় অত্র শিল্পাঞ্চল এলাকার ভালুকায় অবস্থিত “মুলতাজিম স্পিনিং মিলস্ লিমিটেড” কারখানাটি পরিদর্শন করেন। এসময় কারখানার সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে মালিক, ম্যানেজমেন্ট ব্যক্তিবর্গ ও শ্রমিকদের সমন্বয়ে ওপেন হাউজ ডে সভায় যোগদান করেন। সভায় শ্রমিকদের সকল প্রকার সুবিধা-অসুবিধা সহ বকেয়া বেতন ভাতা সংক্রান্ত খোঁজখবর নেন। দেশের উন্নয়নের স্বার্থে মালিক-শ্রমিক একত্রে কাজ করার আহ্বান জানান। অহেতুক অসন্তোষে জড়িয়ে শিল্প কারখানার ক্ষতি সাধন হতে বিরত থাকার জন্য শ্রমিকদের অনুরোধ জানান। যেকোন সমস্যায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের শরণাপন্ন হওয়ার অনুরোধ করেন। এছাড়া শিল্প-কারখানার সকল পর্যায়ের ব্যক্তিবর্গের সেবায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -০৫, ময়মনসিংহ সর্বদা তৎপর আছে এবং থাকবে বলে আশ্বস্ত করেন। সাধারণ শ্রমিক, নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগণ ওপেন হাউজ ফোরামে উন্মুক্ত আলোচনা রাখেন।
পরিদর্শনকালে ইউনিটের কর্মকর্তা বৃন্দ, ফ্যাক্টরি ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ, শ্রমিক নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যবৃন্দ’সহ শিল্পাঞ্চল পুলিশ ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।