ময়মনসিংহ জেলা ব্যুরো প্রধান,মোঃ শাহ সৈয়দ খাঁন:
অদ্য ইং ১১/১০/২০২২ খ্রিঃ তারিখ সকাল ১০.৩০ ঘটিকায় অত্র ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ জোনের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মহোদয় ময়মনসিংহ শিল্পাঞ্চলের ত্রিশাল থানা এলাকার “Shetu Pesticide Limited” কারখানাটি পরিদর্শন করেন। এসময় শিল্প মালিক, মালিক প্রতিনিধি ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে কারখানার সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে কমিউনিটি পুলিশিং সভায় যোগদান করেন।
সভার শুরুতে কারখানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে মনিটরিং করেন। শ্রমিকদের সকল প্রকার সুবিধা-অসুবিধা সহ বকেয়া বেতন ভাতা সংক্রান্ত খোঁজখবর নেন। দেশে চলমান বিভিন্ন সংকটে বাংলাদেশ সরকারের পাশে থেকে প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করতে উদ্বুদ্ধ করেন। অহেতুক কোন প্রকার অসন্তোষে জড়িয়ে শিল্প কারখানার ক্ষতি সাধন হতে বিরত থাকতে শ্রমিকবৃন্দের প্রতি অনুরোধ জানান। স্বার্থান্বেষী মহল দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে শিল্প কারখানার শ্রমিকদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে মর্মে সচেতন থাকতে পরামর্শ প্রদান করেন। শ্রমিকদের বেতন ভাতা সঠিক সময়ে পরিশোধ করতে মালিক পক্ষকে নির্দেশ প্রদান করেন। এছাড়া শিল্প-কারখানার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সকল পর্যায়ের ব্যক্তিবর্গের সেবায় ও ফ্যাক্টরির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -০৫, ময়মনসিংহ ইউনিট সর্বদা প্রস্তুত থাকবে বলে আশ্বস্ত করেন। এছাড়া অত্র শিল্প কারখানার কমিউনিটি পুলিশিং কমিটির কার্যক্রমে গতিশীলতা আনতে প্রয়োজনীয় নির্দেশনা দেন। কারখানার কমিউনিটি পুলিশিং কমিটির বিষয়ে নির্দেশনা দেয়া হয়।
পরিদর্শনকালে উক্ত শিল্পকারখানার মালিকপক্ষের প্রতিনিধিসহ সদস্যবৃন্দ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইউনিটের কর্মকর্তাগণ ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।