আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টার:-সাতক্ষীরার কালিগঞ্জে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতের স্পর্শে আনার আলী আনু (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সে উপজেলার রতনপুর ইউনিয়নের গড়ই মহল গ্রামের মৃত শহর আলী গাজীর ছেলে।
রোববার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫ টার দিকে গড়ই মহল গ্রামে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে।
শনিবার রাতে ধান ক্ষেতের আইলে ইঁদুর মারার জন্য বিদ্যুৎ লাইনের সংযোগ দিয়ে ফাঁদ পাতে গড়ই মহল গ্রামের রওশন আলী গাজীর ছেলে গোলাম মোস্তফা।
কালিগঞ্জ থানার উপপরিদর্শক খবির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এবিষয়ে থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।