মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন
ঘোষনা
কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে বিদেশী পিস্তল, গুলি ১২ কেজি গাজা উদ্ধার আশুগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ একজন গ্রেফতার খুশি চরফ্যাশন ও মনপুরা সাধারণ জনগণ গলাচিপায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যা না রহস্য? ভোলা জেলা ৪টি সংসদীয় আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত। বগুড়া-৫ আসনে বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ রাজশাহীর ছয়টি আসনের দুটিতে নতুন মুখ, চারটিতে প্রবীন রাজনীতিবিদ কথা-কবিতা-গান-সম্মাননায় সাউন্ডবাংলার অনবদ্য আয়োজন অনুষ্ঠিত আটঘরিয়ায় বিতর্ক প্রতিযোগিতায় পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রথম বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করার ঘোষণা আমিনুল হকের অটোরিক্সাসহ ছিনতাই চক্রের ২ জনকে গ্রেফতার করেছে মির্জাপুর থানা পুলিশ, চট্টগ্রাম বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। অন্যত্র হালকা বৃষ্টি হতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে এক যুবকের মৃত্যু। ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত ২৩৭ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন যারা। রাঙ্গাবালীতে স্লুইস গেট ভেঙ্গে অকেজো, পানির অভাবে দুই হাজার একর আমন ধান হুমকির মূখে,কৃষকের মাঝে হতাশা ধামরাইয়ে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্র বলাৎকারের অভিযোগ — এসআই জিয়াউর রহমানের দ্রুত অভিযানে শিক্ষক গ্রেপ্তার ও আদালতে প্রেরণ চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী সভা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় এক রাতে প্রায় ৩০০ পেয়ারা গাছ কেটে দিল দুর্বৃত্তরা! বাগান মালিক নিঃস্ব, গ্রামজুড়ে কান্না ও ক্ষোভের ঝড় আনন্দঘন বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো দৈনিক স্বদেশ বিচিত্রা’র অষ্টম তম বর্ষপূর্তি অনুষ্ঠান

কালীগঞ্জে কৃষকের প্রায় ৩ হাজার ড্রাগন গাছ কেটে দিল দুর্বৃত্তরা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ২৯২ বার পঠিত

লিমন হোসেন ঝিনাইদহ প্রতিনিধিঃ-ঝিনাইদহের কালীগঞ্জে রাতের আঁধারে কৃষকের ড্রাগন বাগানের প্রায় ৩ হাজার ধরন্ত ড্রাগন গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বাগানের অর্ধেকেরও বেশি ড্রাগন গাছ কেটে ফেলায় সর্বশান্ত হয়ে গেছে কৃষক নুর আলী।

এ ঘটনায় শুক্রবার (২১ অক্টোবর ) দুপুরে কৃষক নুর আলী কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে বৃহস্পতিবার (২০ অক্টোবর ) গভীর রাতে চাঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে ৫ বিঘা জমিতে গড়ে তোলা ড্রাগন বাগানে এ ঘটনা ঘটে।বাগানটিতে ১২ শ ড্রাগনের খুটি রয়েছে। আর এই খুটিগুলোতে ৫ হাজারেরও অধিক ড্রাগন ফলের গাছ রয়েছে।লিখিত অভিযোগে কৃষক নুর আলী উল্লেখ করেন,চাচড়া গ্রামের নঈমুউদ্দিন লস্কর এর দুই ছেলে মোবাশ্বের হোসেন (৪৮)ও মোফাজ্জল হোসেন (৪৩) এবং একই গ্রামের মোবাশ্বের হোসেন এর ছেলে সামাউল (২৫) ড্রাগণ বাগান শুরু করা প্রথম থেকেই নানাভাবে ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরাই গতরাতে আমার ড্রাগন বাগানে ঢুকে প্রায় ৩ হাজার ধরন্ত ড্রাগন গাছ কেটে দিয়েছে। এতে করে আমার প্রায় ৮ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। শুধু তাই নয়; এই ক্ষতির কারণে আমি এক বছর সময় কাল পিছিয়ে গেলাম। কালীগঞ্জ থানার এসআই জাকারিয়া মাসুদ এবং উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ক্ষতিগ্রস্ত কৃষকের বাগান পরিদর্শন করেন।

ক্ষতিগ্রস্ত কৃষক নুর আলী বলেন, বাগানটি অনেক কষ্ট করে গড়ে তুলেছি। কিন্তু শত্রুতা করে মোবাশ্বের, মোফাজ্জেল ও সামাউল এতো বড় ক্ষতি করে দেবে আমার তা ভাবতেও পারিনি।আমি এদের উপযুক্ত বিচার ও ক্ষতিপূরণ দাবি করছি।

অভিযুক্ত মোফাজ্জেল,মোবাশ্বের ও সামাউলের সাথে কথা হলে তারা জানান,নুর আলীর ড্রাগন বাগানের গাছ কাটার সাথে আমরা জড়িত নয়।তার করা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুর রহিম মোল্লা বলেন, এ ঘটনায় বাগান মালিক থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991